Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপাধ্যক্ষের বাণী

উপাধ্যক্ষের বাণী

তারিখ: ০২/১২/২০২১ খ্রিঃ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী- প্রতিষ্ঠালগ্ন থেকেই এ অঞ্চলের শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এ কলেজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম উন্নয়নে অত্র এলাকার শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রয়াস অব্যাহত রেখেছে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এক বছর মেয়াদী বিএড (প্রফেশনাল), ৪ বছর মেয়াদী বিএড (অনার্স) এবং ১ বছর মেয়াদী এমএড (প্রফেশনাল) ডিগ্রি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর অধীনে পরিচালিত এক বছর মেয়াদী বিএড প্রোগ্রাম চালু আছে। এ সকল ডিগ্রি প্রোগ্রামগুলোর পাশাপাশি সময়ে সময়ে বিভিন্ন প্রকল্পের অধীনে মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল-CPD for ICT for Digital Content Development প্রশিক্ষণ কোর্স, বিটিটি, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা, অটিজম সচেতনতা, কারিকুলাম বিস্তরণ। এ প্রশিক্ষণ কোর্সের মধ্যদিয়ে আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

এ কলেজটিকে বাংলাদেশের অন্যতম সেরা প্রশিক্ষণ কলেজে পরিণত করার জন্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এ কলেজের উন্নয়নে আপনাদের যে কোনো পরামর্শ সাদরে গৃহীত হবে।


(মোহাং আখতার হোছাইন কুতুবী-৮২১৫)

             উপাধ্যক্ষ (পিআরএল)

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী