সাধারণ নির্দেশাবলী
প্রাথমিক আবেদন ফরম আগামী ০৫/০৭/২০২৪ থেকে ০১/০৮/২০২৪ খ্রি. তারিখ (কর্মদিবসের প্রতিদিন বেলা ০১:০০ টার মধ্যে) জমা নেওয়া হবে।
ডাউনলোডকৃত প্রাথমিক আবেদন ফরমটি প্রিন্ট করে ফরমের সর্বডানে উপরে নিজের মোবাইল নম্বর ও নিজের ইমেইল এড্রেস লিখে আবেদন ফিসসহ সরাসরি কলেজ অফিসে জমা দিতে হবে।
ফি জমা ও ডাউনলোডকৃত প্রাথমিক আবেদন ফরম কলেজে জমাদানের পর ০১/০৮/২০২৪ খ্রি. তারিখ বেলা ২ টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd/admissions) Student Login করে স্ট্যাটাস যাচাই (Status Received) করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রাথমিক আবেদন নিশ্চায়ন না হয়ে থাকলে অবশ্যই জরুরীভাবে কলেজ অফিসের সাথে যোগাযোগ করতে হবে। অন্যথায় এ সংক্রান্ত জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এই কলেজের নামে আবেদন ফরম পূরণ করে অন্য কলেজে ফিস বা আবেদন ফরম জমা দিলে কিংবা অন্য কলেজের নামে আবেদন ফরমা পূরণ করে এই কলেজে ফিস বা আবেদন ফরম জমা দিলে সংশ্লিষ্ট আবেদনকারীর ফরম অনলাইনে এন্ট্রি বা নিশ্চায়ন হবে না। এ সংক্রা জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস