Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অধ্যক্ষের বাণী

অধ্যক্ষের বাণী

তারিখ: ২৬/০৪/২০২১ খ্রিঃ  

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী ১৯৭৬ সালে পূর্ণাঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে এর যাত্রা শুরু করলেও মূলত ১৯৬২ সালে এটি জুনিয়র ট্রেনিং কলেজ হিসেবে এর প্রথম যাত্রা শুরু করে। এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এক বছর মেয়াদী বিএড (প্রফেশনাল) প্রোগ্রাম, চার বছর মেয়াদী বিএড (অনার্স) এবং এক বছর মেয়াদী এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম চলমান আছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর অধীনে পরিচালিত ১ বছর মেয়াদী বিএড প্রোগ্রামের পাশাপাশি TQI (Teaching Quality Improvement)সহ অন্যান্য প্রকল্পের বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। এ সকল প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে সহায়ক ভূমিকা পালন করে আসছি। এ প্রতিষ্ঠানটিকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্যে একটি পরিপূর্ণ এবং সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে একদল মেধাবী অধ্যাপকমন্ডলী এবং কর্মচারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এখানকার সকল প্রশিক্ষণ-কক্ষ মাল্টিমিডিয়া সজ্জিত। কলেজ ক্যাম্পাসে ওয়াই-ফাই সুবিধার পাশাপাশি এখানে ভিডিও কনফারেন্স-এর ব্যবস্থা রয়েছে এবং কলেজের সকল কর্মকান্ড সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। আমি গর্বিত যে, এ কলেজের অধিকাংশ প্রশিক্ষক দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে সু-প্রশিক্ষিত। এখানে রয়েছে ছায়া-সুনিবিড় এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। একটি আত্ম-প্রত্যয়ী দেশ ও জাতি গঠনের পথে আমাদের কর্ম-প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশিক্ষণ-সম্পর্কিত যে কোন সহায়তা নিতে আপনাদেরকে স্বাগতম।

(প্রফেসর ........................)

           অধ্যক্ষ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী।